মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

ইসলামের প্রচার-প্রসারে আলেমদের অবদান অবিস্মরণীয়: ডক্টর খালিদ হোসাইন

spot_imgspot_img

ইনসাফ | মাহবুবুল মান্নান

চট্টগ্রাম জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ইসলামের প্রচার-প্রসারে আলেম ওলামাদের অবদান অবিস্মরণীয়।আল্লাহর সাথে মানুষের সম্পর্ক তৈরি করেন তারা। মানুষদের আল্লাহর বিধি-বিধান শিক্ষা দেন। হালাল-হারাম শিক্ষা দেন। সৎপথ দেখান। তাদের সংস্পর্শে এসে অন্ধকার জগতের মানুষ আলোকিত জীবনের সন্ধান পায়।স্মরণ করিয়ে দেন আল্লাহভোলা বান্দাদের তাঁর কথা। ফেতনা চিহ্নিত করেন। দূরীভূত করেন অন্ধকার। ফাঁস করেন ভ্রান্তলোকদের গোমর। তারা যদি আল্লাহর বিধিবিধান রক্ষা না করতেন, ইসলাম মিটে যেত। শরিয়ত বিলুপ্ত হয়ে যেতো।

শুক্রবার (১ জানুয়ারি) চট্টগ্রাম পটিয়া শোভনদন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে শোভনদন্ডী হিলফুল ফুজুল সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টর খালিদ হোসাইন আরো বলেন, কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী স্পষ্ট হলো যে, নবীগণের পরেই আলেমদের স্থান। সাধারণ মানুষের তুলনায় আলেমদের মর্যাদা অনেক ওপরে। সুতরাং আমরা যারা আলেম হতে পারিনি, আমাদের ইমানি দায়িত্ব হলো আলেমদের যথাযথ সম্মান করা। তাঁদেরকে অন্তর থেকে মুহাব্বত করা।তাদের সাথে সুসম্পর্ক রাখা।

সম্মেলনে আরো বয়ান করেন চট্টগ্রাম জামেয়া দারুল হেদায়া মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক মাদানি, লোহাগাড়া রাজঘাটা হোসাইনিয়া মাদরাসার সদরে মুহতামিম মুফতী শামসুল ইসলাম, শোভনদন্ডী মাদরাসার মুহতামিম মাওলানা নোমান জাহাঙ্গীর, মাওলানা নুরুল আমীন কৈয়গ্রাম ও মাওলানা নাসির উদ্দীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা ইয়াছিন, মাওলানা হাফেজ ইলিয়াছ ও মাওলানা এমদাদ মুরাদাবাদী প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img