শনিবার, জুলাই ২৭, ২০২৪

নতুন বছরে কঠোর পরিশ্রম করবেন কিম

নতুন বছর উপলক্ষে উত্তর কোরিয়ার জনগণের উদ্দেশে চিঠি লিখেছেন দেশটির নেতা কিম জং-উন।

চিঠিতে কিম জং-উন বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ শুক্রবার এই তথ্য জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।

নতুন বছর উপলক্ষে কিম জং-উন তাঁর বাবা ও দাদার সমাধি পরিদর্শন করেছেন। অতীতের মতো এবারের নববর্ষে তিনি ভাষণ দেবেন কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত এখন পর্যন্ত কিম জং-উন দেননি।

কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি সমর্থনের জন্য দেশটির জনগণকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন কিম জং-উন।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধসহ নানান কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতি আরও চাপে পড়েছে।

উত্তর কোরিয়ার দাবি, তাদের দেশে এখন পর্যন্ত কারও করোনা হয়নি। তবে উত্তর কোরিয়ার এই দাবির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img