শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলায় বিজেপি’র দালালি করার জন্য ‘মিম’ এসেছে: সিদ্দিকুল্লাহ চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী হায়দরাবাদ ভিত্তিক দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)-এর তীব্র সমালোচনা করে বলেছেন ‘বাংলায় বিজেপি’র দালালি করার জন্য ‘মিম’ এসেছে।’

রোববার বীরভূমের সিউড়িতে জমিয়তের এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

রোববার ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক শেষে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

পীরজাদা আব্বাস সিদ্দিকির নেতৃত্বে নির্বাচনে লড়াই করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। সেই প্রসঙ্গেই জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ‘মিম’-এর তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছেন।

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘হায়দরাবাদ থেকে ‘মিম’ নামক এক পাখি উড়ে এসেছে। খবরদার এটা একটা বিষ মাখা খাবার। বাংলার জন্য আমরাই যথেষ্ট। হায়দরাবাদের মোড়লির দরকার বাংলায় নেই। কোন দুঃখে তিনি (ওয়াইসি) বাংলায় এসেছেন জানতে চাচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। ‘মিম’রা কী নন্দীগ্রাম, জঙ্গলমহলে আন্দোলন করেছে কোনও দিন? কোনও জায়গায় তারা ছিলেন? মাইকে আজান বন্ধ হওয়ার সময়ে ছিলেন? বাংলায় দিদিকে (তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) ব্যতিব্যস্ত করতে বিজেপি’র দালালি করতে মিমের আবির্ভাব হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সংগ্রাম করা মানুষ। একসঙ্গে জাতিত্ব বোধ নিয়ে হিন্দু-মুসলমান থাকবো। কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। ‘দ্বিতীয় মুসলিম লীগ’-এর জন্ম আমরা হতে দেবো না। কেউ (মিম) বিষ কেউ খাবেন না।’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকিকে বন্ধু বলে উল্লেখ করে বলেন, ‘ত্বহা সিদ্দিকি সাহেব আমাদের বন্ধু, আমরা মিলিতভাবে বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তিকে প্রতিষ্ঠিত করবো। সাম্প্রদায়িক দলের শিকড় উপড়ে ফেলবো।’

এছাড়া বাংলা বাঁচবে না বলেও মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তব্য করেন।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img