শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছে বিজিবি’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের দীর্ঘ সীমান্ত সুরক্ষা ও সম্পদের নিরাপত্তা বিধানে বিজিবি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচারসহ যেকোন ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রাখছে।

শনিবার (১৭ জুলাই) চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবির অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, কোভিড ১৯ মোকাবিলায় বিজিবির সদস্যবৃন্দ যে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img