শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খাশোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন থেকে রহস্যজনকভাবে ৩ জনের নাম বাদ দিয়েছে আমেরিকা

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের গোয়েন্দা প্রতিবেদন থেকে রহস্যজনকভাবে তিনজন সৌদি নাগরিকের নাম বাদ দিয়েছে আমেরিকা।

মার্কিন টিভি চ্যানেল সিএনএন এ খবর দিয়েছে বলে পার্সটুডের খবরে বলা হয়েছে।

আমেরিকা সম্প্রতি এক গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, সাংবাদিক খাশোগি হত্যার অভিযানকে সরাসরি অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। প্রতিবেদনটি প্রকাশের পরপরই সৌদি আরবের ৭৬ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় আমেরিকা। কিন্তু তাতে মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকে। এখন আবার গোয়েন্দা প্রতিবেদন থেকে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে।

যে তিন ব্যক্তির নাম গায়েব করে দেওয়া হয়েছে, তাদের একজন হলেন আবদুল্লাহ মুহাম্মাদ আল-হোয়ারিনি। তিনি সৌদি আরবের একজন ক্ষমতাধর মন্ত্রীর ভাই বলে জানা গেছে।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন।

শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মুহাম্মাদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। সৌদি আরব প্রথমে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপে খুনের কথা স্বীকার করে। তবে এখন পর্যন্ত মৃতদেহের সন্ধান দেয়নি সৌদি রাজপরিবার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img