বুধবার, মে ৮, ২০২৪

সপ্তম প্রাদেশিক রাজধানীর নিন্ত্রণ নিল তালেবান

আরও একটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানের কাছে। এ নিয়ে মোট ৭টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলো তালেবান।

মঙ্গলবার (১০ আগস্ট) আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের রাজধানী ফারাহ নিয়ন্ত্রণে নেয় তালেবান।

এক সপ্তাহেরও কম সময়ে আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে সাতটির নিয়ন্ত্রণ নিল তালেবান।

ফারাহর প্রাদেশিক পরিষদের সদস্য শাহলা আবুবর বার্তা সংস্থা এএফপিকে বলেন, মঙ্গলবার দুপুরে তালেবান যোদ্ধারা শহরে প্রবেশ করে এবং তারা গভর্নরের কার্যালয় ও পুলিশের সদর দপ্তর নিয়ন্ত্রণ নেয়।

ফারাহ আফগানিস্তানের দ্বিতীয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর, যেটি তালেবানের নিয়ন্ত্রণে আসলো। এর আগে শুক্রবার ওই অঞ্চলের নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ তালেবানের নিয়ন্ত্রণে যায়।

ধারণা করা হচ্ছে দেশটির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর ও বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফে যেকোনো মুহূর্তে তালেবান হামলা চালাতে পারে। হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ, কান্দাহারসহ আরও বেশ কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিদেশি সেনা ও মার্কিন মদদপুষ্ট আফগান বাহিনীর সঙ্গে লড়াই চলছে তালেবানের।

সূত্র: আলজাজিরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img