শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ক্লক টাওয়ারে বজ্রপাত; কী বলছে কর্তৃপক্ষ?

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গেছে সৌদি আরবের মক্কায় মসজিদে হারামের পাশে অবস্থিত আবরাজ আল বাইত তথা ক্লক টাওয়ারে বজ্রপাত আঘাত করেছে। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করছেন, আদৌ কি ক্লক টাওয়ারে বজ্রপাত হওয়া সম্ভব?

হারামাইন কর্তৃপক্ষ থেকে বলা হয়, বজ্রপাত শুধুমাত্র ক্লক টাওয়ারের উপরে অবস্থিত অর্ধচন্দ্রকে আঘাত করেছে। ক্লক টাওয়ারে ২০টি স্বয়ংক্রিয় কনডাক্টর রয়েছে যা বজ্রপাতকে সরিয়ে দেয় এবং ৮০০ টি মজবুত বাহু রয়েছে যা ঘড়ি ও লাইটকে বজ্রপাত থেকে রক্ষা করে।

আবরাজ আল বাইত যা মক্কা রয়েল ক্লক টাওয়ার নামে পরিচিত। এটি বিশ্বের সর্বোচ্চ ঘড়ি বিশিষ্ট টাওয়ার এবং দুবাইয়ের বুর্জ খলিফা ও সাইহাইয়ের সাংহাই টাওয়ারের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন। ক্লক টাওয়ার সৌদি সরকারের মালিকানাধীন সম্পদ যা বাদশাহ আবদুল আজিজ ওয়াকফ এর অধীনে রয়েছে।

১৮ শতাব্দীতে উসমানী আমলে নির্মিত আজইয়াদ দুর্গকে ভেঙে ২০০৪ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে এর কাজ শেষ হয় ২০১২ সালে। ১২০ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করেন সৌদি আরবের সবচেয়ে বড় ঠিকাদার প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img