শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বুধবার থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ চালু

আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি চালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১২টি বেঞ্চ ভার্চুয়ালি চালু আছে।

রবিবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যাবহার আইন, ২০২০ এবং এবং এতদসংক্রান্ত জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার পরিচালিত হবে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চলছিল। মাঝে সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চ খুলে দিয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছুদিন সুপ্রিম কোর্টসহ বিচারিক আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চলছিল। সাংবিধানিক বাধ্যবাধকতায় দেশের প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img