শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

৬১ লাখ ২৪ হাজার টাকায় বিক্রি হলো বিরল বাজপাখি “রাঘওয়ান”

‘রাঘওয়ান’ নামের বিরল বাজপাখিটির দৈর্ঘ্য সাড়ে ১৭ ইঞ্চি, প্রস্থ পৌনে ১৭ ইঞ্চি, ওজন ১ কেজি ১০৫ গ্রাম। নিলামে তোলার পর ২ লাখ ৭০ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়েছে এই পাখি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৬১ লাখ ২৪ হাজার টাকারও বেশি।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে এই তথ্য জানা জানা যায়।

খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী রিয়াদের মোতেব মুনির আল-আয়াফি নামের এক ব্যক্তির এই বাজপাখি গতকাল রবিবার ভার্চুয়াল নিলামে তুলা হয়।

এই নিলামের আয়োজন করে ইন্টারন্যাশনাল ফ্যালকন ব্রিডারস অকশন (আইএফবিএ)। সৌদি আরবের অভিজাতদের ঐতিহ্যবাহী সৌখিনতার অন্যতম অনুষঙ্গ বাজপাখি পালন। তেমনি মোতেব মুনির আল-আয়াফি পারিবারিকভাবে বাজপাখি পালনের পেশায় এসেছেন। এর আগে সুন্দর ঘোড়া প্রতিযোগিতায় তার ঘোড়া চ্যাম্পিয়ন হয়।

সূত্র : আল-আরাবিয়া নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img