শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ড. মাওলানা আব্দুর রাজ্জাক ইসকান্দারের ইন্তেকালে আল্লামা নুরুল ইসলামের শোক

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত পাকিস্তান-এর সভাপতি, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র সভাপতি ও পাকিস্তানের বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় জামিয়া উলুমুল ইসলামিয়া বিন্নুরী টাওনের মুহতামিম মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইসকান্দারের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত  বাংলাদেশ-এর সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

আজ (৩০ জুন) এক শোক বার্তায় আল্লামা নুরুল ইসলাম বলেন, মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইসকান্দার ছিলেন অনেক বড় মাপের আলেম। শুধু পাকিস্তান নয়, তিনি সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন। তিনি যোগ্যতার সাথে পাকিস্তানের আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি বেফাকুল মাদারিস পাকিস্তানের সভাপতি হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। আল্লামা ইউসুফ বিন্নুরী রহ.-এর জামাতা ও যোগ্য উত্তরসূরি হিসবে তিনি জামিয়া উলুমুল ইসলামিয়া বিন্নুরী টাওনের মুহতামিমের দায়িত্ব যথাযথ ভাবে আঞ্জাম দিয়েছেন। এমন সফল ব্যক্তিত্ব এই যুগে খুঁজে পাওয়া দুষ্কর। আমি মাওলানা ডক্টর আব্দুর রাজ্জাক ইসকান্দারের ইন্তেকালে গভীরভাবে শোকাহত। আল্লাহর দরবারে এই মহান আলেমে দ্বীনের মাগফিরাত কামনা করি। দুয়া করি আল্লাহ যেনো তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img