শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত: মোদি

ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হতো। এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। সবচেয়ে বড় কথা, ভারতের টিকাকরণ অভিযান সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।

শুক্রবার (২২ অক্টোবর) ভারতীয়দের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, টিকাকরণের শুরু থেকে শেষ পর্যন্ত সবক্ষেত্রেই বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে এগনো হয়েছে। ভ্যাকসিন উৎপাদন থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় টিকা পৌঁছে দেওয়ার পুরোটাই বিজ্ঞান নির্ভর প্রযুক্তি এবং অভিনব উদ্ভাবনী ব্যবস্থাকে কাজে লাগিয়ে করা হয়েছে।

তিনি বলেন, উৎপাদনের সঙ্গে সঙ্গে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল তা সবার কাছে পৌঁছে দেওয়া। মানুষের কাছে টিকা পৌঁছানোর ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করেছি। বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img