শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গুলেনের সমর্থক ৩৯ নারীকে গ্রেফতার করেছে তুরস্ক

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকায় তুরস্কের নির্বাসিত বিতর্কিত নেতা ফাতহুল্লাহ গুলেনের ৩৯ নারী সমর্থককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তুরস্কের পাঁচটি প্রদেশ থেকে এসব নারীকে আটক করা হয়।

তুর্কি গণমাধ্যমগুলো বলেছে, আটক নারীদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন চিকিৎসক রয়েছেন। তুর্কি সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এসব নারীর বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়।

জানা যায়, আটককৃত নারীরা বিতর্কিত গুলেনের পক্ষে সমর্থক আকৃষ্ট করার জন্য নারীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতেন।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে গুলেনের সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় তুর্কি নিরাপত্তা বাহিনী। গুলেনকে ওই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img