শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফিলিস্তিনি শ্রমিককে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনি শ্রমিককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

রোববার (১৮ জুন) অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে এই হত্যাকাণ্ড চালায় ইসরাইলী বাহিনী।

গত কয়েকদিন ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলায় বহু ফিলিস্তিনির হতাহতের ঘটনায় যখন দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন ওই শ্রমিককে হত্যা করল ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নাবিল আহমাদ ঘানেম নামের ৫৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি শ্রমিককে কালকিলিয়ার দক্ষিণ প্রান্তে নিরাপত্তা প্রাচীরের কাছে গুলি করা হয়। ঘানেম যখন তার বাসভবন থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালায় বর্বর ইসরাইলী বাহিনী।

ইসরাইলী বাহিনী ঘানেমের মরদেহ তুলে নিয়ে যায় এবং বর্তমানে কেফার সাবা শহরের একটি হাসপাতালে এটি রাখা আছে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img