শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে কুমিল্লায় সম্মিলিত কণ্ঠে “তলা’আল বাদরু আ’লাইনা”

ইনসাফ | এস এম সাইফুল ইসলাম


ভারতের ক্ষমতাসীন দল উগ্র হিন্দুত্ববাদী বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কটূক্তির প্রতিবাদে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে কুমিল্লা জেলা যুব ওলামা পরিষদ৷

সোমবার (২০ জুন) বিকালে নগরীর পূবালী চত্বরে সম্মিলিত কণ্ঠে বিখ্যাত নাতে রাসূল “তলা’আল বাদরু আ’লাইনা” গেয়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানায় তারা।

এতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহধর্মিণী উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে যে দু’জন কুলাঙ্গার অবমাননাকর মন্তব্য করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবী জানাচ্ছি।

তারা বলেন, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তা’য়ালা সনদ প্রদান করেছেন, সেখানে তারা কিভাবে এমন মন্তব্য করার সাহস পায়? তাদের মতো শাতেমে রাসুল এ দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না।

তারা আরও বলেন, ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে এই অবমাননার নিন্দা প্রস্তাব পাঠানো হোক। এছাড়াও ইসলাম এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননার দুঃসাহস যে বা যারা করবে তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করার দাবী জানাচ্ছি।

এ সময় পথচারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে সম্মিলিত কণ্ঠে রাসুল (সা.)- এর শানে নাত পরিবেশন করেন।

ব্যাতিক্রমী এই প্রতিবাদী আয়োজন সংগঠনটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আল হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এতে রংধনু সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা না’ত পরিবেশন করেন।

এতে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মুফতি নাজমুল হাসান, সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস রাজাপুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফ আহমদ আশ্রাফী, মাওলানা মোশাররফ হুসাইন, মাওলানা আনিসুর রহমান আশ্রাফী, মুফতী জাবেদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আলী আকবর, মুফতি আনিসুর রহমান নোমানী, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা মাকসুদ, মাওলানা আনোয়ার প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img