শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

সিরাজগঞ্জে বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৩৪ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার প্রায় ২২টি ইউনিয়নসহ সিরাজগঞ্জ পৌরসভার কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে।

রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই ওয়াপধা বাঁধে আশ্রয় নিয়েছে। বন্যা এলাকায় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে। শিশু খাদ্যেরও সংকট।

ফসল তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। ল্যাট্টিন তলিয়ে যাওয়ায় প্রাকৃতিক কাজেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সবমিলিয়ে বন্যা কবলিতদের মধ্যে বন্যাকালীন সংকট শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত বন্যাকবলিতদের মধ্যে সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পৌঁছায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img