শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শুরা অধিবেশন সম্পন্ন

শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বর্ণভী (রহ.) কর্তৃক ১৯৪৪ ইং সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (০১ আগস্ট) বাদ যোহর সিলেটের বরুণার মসজিদে আবু বকর সিদ্দীক (রা.) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ।

সভাপতির স্বাগত বক্তব্যে সংগঠনটির আমীর ও বরুণার পীর শায়খুল হাদীস মাওলানা মুফতী মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর বলেন, আজকের অশান্ত পৃথিবীতে শান্তির একমাত্র পথ ইসলামের পরিপূর্ণ অনুসরণ। আঞ্জুমানে হেফাজতে ইসলাম মানুষকে মুকাম্মাল দ্বীন ও মুস্তাকিল তাহযিবের পূর্ণ অনুসারী বানানোর জন্য অবিরাম কাজ করছে। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে সবাই আল মুনাদির কাজ করবেন। যাতে পাঁচ ওয়াক্ত নামাযে সব বালিগ পুরুষ জামাতে এসে শরিক হয়ে নামায আদায় করে। কোটি ঘরি পরিকল্পনা বাস্তবায়ন এবং আঞ্জুমানে খাওয়াতিনে হেফাজতে ইসলামের মাধ্যমে নারীদের মধ্যে দ্বীনি শিক্ষা সম্প্রসারিত করুন। মসজিদে মসজিদে ইসলাহী মাহফিল ও শবগুজারিসহ আঞ্জুমানের কাজ চালু করুন।

তিনি আরও বলেন, শায়খে বর্ণভী রহ. ১৯৪৪ ইং সালে আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইসলাহী ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আর হেফাজতে ইসলাম বাংলাদেশ হল ধর্মীয় ইস্যুভিত্তিক সংগঠন যা ২০০৯ সালে শাইখুল ইসলাম মাওলানা শাহ আহমদ শফী রহ. প্রতিষ্ঠা করেছিলেন।

অনুষ্ঠানে শুরা কমিটির কলেবর বৃদ্ধির তালিকা পাঠ এবং বিগত ১৮ মাসে সংগঠনটির যাবতীয় কার্যক্রমের লিখিত প্রতিবেদন তুলে ধরলে এর উপর উপস্থিত শুরা সদস্যদের আলোচনা-পর্যালোচনা ও সংস্কার শেষে সেগুলো অনুমোদন দেয়া হয়। এছাড়া সংগঠনটির উদ্যোগে আগামী ১৭-১৮ নভেম্বর সিলেট আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আজিমুশ্বান ইজতেমার আয়োজন নিয়েও জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর ও যুগ্ম মহাসচিব মুফতি শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেটের দরগাহ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, দেওভোগ মাদরাসা নারায়নগঞ্জের প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী, তেজগাঁও রেলস্টেশন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমান ফয়েজী, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী, সিলেটের গওহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা রশিদ আহমদ হামিদী, জামিয়া ইউনুসিয়া বিবাড়িয়ার শাইখুল হাদীস মুফতি শামসুল হক, শায়খুল হাদীস মাওলানা আব্দুল কাদির বাঘরখালী, খলীফায়ে গওহরপুরী মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা সাজিদুর রহমান সুনামগঞ্জী, মুফতি সাইফুল ইসলাম ফারুকী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি ওযায়ের আমীন, অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান, মুফতি জাবের আল হুদা চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত শুরা ও মজলিশে আমেলার সদস্যবৃন্দ, জেলা ও মহানগরের আমীর এবং সদস্য সচিব সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img