শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নোয়াখালীতে সহিংসতায় ১৮টি মামলা; আসামি ৫ হাজার

কুমিল্লায় পবিত্র কুরআন শরীফ আবমাননাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীসহ জেলার বিভিন্ন স্থানে মুসল্লিদের সাথে সংঘর্ষ ও পূজামণ্ডপে হামলার ঘটনায় গত রোববার রাত পর্যন্ত মোট ১৮টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৫ হাজার জনকে। গ্রেফতার করা হয় ৯০ জনকে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম।

জানা গেছে, ১৮টি মামলায় এজাহার নামীয় মোট আসামি ২৮৫ জন। অজ্ঞাতনামা আসামি মোট চার থেকে পাঁচ হাজার করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে চৌমুহনীতে মুসল্লিরা মিছিল বের করে। এ সময় চৌমুহনী কলেজ রোডে হিন্দুরা ৫/৬ জন মুসলিম তরুণদেরকে পিটিয়ে আহত করে মর্মে খবর আসে। এ খবর শুনে মুসল্লিরা বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে তারা চৌমুহনী কলেজ রোডসহ বিভিন্ন পূজামণ্ডপ ও তার আশপাশে বিক্ষোভ করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img