শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাজেটে ঋণের বোঝা অসহনীয় হওয়ার আশঙ্কা রয়েছে: জিএম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই বাজেট ঘাটতি বাজেট, ঋণ নির্ভর বাজেট। বাজেটে ব্যয়ের বড় একটি অংশ ঋণের সুদ হিসাবে পরিশোধ করতে হবে। বাজেটে প্রস্তাবিত ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকার আয় সম্পূর্ণ ভাবে খরচ হবে পরিচালন ব্যয় ও আগের নেওয়া ঋণের সুদ পরিশোধে। দেশ ও বিদেশ থেকে নতুন ঋণ মোট ঋণের পরিমাণ দাঁড়াবে ১৬ লাখ নয় লক্ষ ৭৯৩ হাজার কোটি টাকা। ফলে ঋণের বোঝা বেড়ে অসহনীয় হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংসদের আজকের বৈঠকে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটরে ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ আশঙ্কার কথা ব্যক্ত করেন।

জিএম কাদের বলেন, বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ দিনকে দিন কমছে। কারণ আমদানি ব্যয় বাড়ছে, রপ্তানি আয় তেমন বাড়ছে না। প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থের পরিমানও দেখা যাচ্ছে অস্থিতিশীল ও নিম্নগামী। সে প্রেক্ষিতে বৈদেশিক ঋণ নেয়ার বিষয়ে আরও সাবধানতা অবলম্বন করা বাঞ্চনীয়। বাজেটে মূল্যস্ফীতির হিসাব অবাস্তব: বাস্তবে অনেক বেশি হওয়ার আশঙ্কা। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন বিশ্ব বাজারে জ্বালানি তেলসহ অন্যান্য অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বাড়ছে। একই সাথে ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়ন হচ্ছে। ফলে সাধারণ মানুষের জন্য জীবন যাত্রার ব্যয় নির্বাহ করা দিনকে দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img