শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নেত্রকোণায় বন্যায় পানিবন্দি ৫০ হাজার মানুষ

অতিবর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার কারণে নেত্রকোণার কলমাকান্দায় উব্দাখালী নদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলা সদরসহ নদীতীরবর্তী ও নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ।

শুক্রবার (১৭ জুন) জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য জানিয়েছে।

পাউবোর তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কলমাকান্দায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি বেড়ে যাওয়ায় কলমাকান্দা উপজেলা পরিষদ, নয়াপাড়া, মুক্তিচর, বিশরপাশা, বাউশাম, হরিপুর চকবাজার, আনন্দপুর, বরুয়াকোনা, রংছাতি ও বড়খাঁপনে সড়কের ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে।

কলমাকান্দায় অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় সদরসহ লেংঙরা, খারনৈ, রংছাতী, পোগলা, নাজিরপুর, বড়খাপন ও কৈলাটি ইউনিয়নসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে পুকুর ও বীজতলাও।

অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী উব্ধাখালি নদীসহ গনেশ্বরী, মঙ্গলেশ্বরী, মহাদেও ও পাঁচগাও ছড়ায় পানিবৃদ্ধি পাওয়ায় কলমাকান্দা সদরের সঙ্গে ৮ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img