শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রথমবারের মতো তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে বৈঠক করল তুরস্ক

আফগানিস্তানের ক্ষমতা গ্রহনের পর প্রথমবারের মতো তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে তুরস্কের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বৃহস্পতিবার তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু।

আফগান সরকারের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, তালেবান প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি। এমনকি আফগান সরকারকে স্বীকৃতি ও সংযুক্তি দুইভাবেই এটা হতে পারে।

তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। যেসব দেশ আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের আমরা বলেছি, এগুলো খুলে দিলে তাদের বেতনভাতা দেওয়া সহজ হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু শুধু আমাদের বিষয় নয়, গোটা বিশ্বের জন্য এটা প্রয়োজন। আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের বিমানবন্দরগুলো সচল হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমরা আমাদের শর্ত বা চাহিদার কথা তাদের কাছে জানিয়েছি। এটা শুধু আমাদের প্রত্যাশা নয়; এটা গোটা মুসলিম বিশ্বের প্রত্যাশা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img