শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পাকিস্তানিদের দোসররা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তানিদের দোসরাই এখন বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, পাকিস্তানিদের রেখে যাওয়া দোসররাই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে। এখন তারা কি নিয়ে রাজনীতি করবে তার পয়েন্ট পাচ্ছে না তাই তারা সারাক্ষণ অপপ্রচার চালাচ্ছে। চোরের মায়ের বড় গলা।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলাস্থ পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ভোটে গিয়ে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না। তাই তারা নানা সময়ে নানা বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। যারা আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে আমাদের দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে চায়। তাদের সাধের পাকিস্তান এখন ব্যর্থ রাষ্ট্র। তারা বাংলাদেশকেও ব্যর্থ রাষ্ট্র করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যেই বীরের কণ্ঠে বীরগাঁথা কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচিতে জীবিত প্রত্যেক মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন বর্ণনা রেকর্ড করে সংরক্ষণ করা হবে। মামলার কারণে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন আটকে ছিলো। করোনা পরিস্থিতির অবনতি না হলে নভেম্বরেই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img