শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো মিয়ানমারের ৩০ সেনা

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপগুলোর সংঘর্ষে কমপক্ষে ৩০ সেনা সদস্য নিহত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে দেশটির সাগাইং অঞ্চলে এই ঘটনা ঘটে।

জানা যায়, মান্দালাই শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরে অবস্থিত সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করার পর বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী বিদ্রোহীদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) একজন মুখপাত্র জানান, সোমবার সকালে হওয়া এই সংঘর্ষের সময় পেল শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এসময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সন সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। রক্তপাতহীন এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img