শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি চা-শ্রমিকদের

মজুরি বাড়ানোসহ কয়েক দফা দাবিতে দেশের ১৬৭টি চা বাগানে আজ (১৩ই আগস্ট) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩শ’ টাকা করার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

শ্রমিক নেতারা জানিয়েছেন, নিত্যদিনের খরচ প্রতিনিয়ত বাড়লেও মজুরি বাড়ানো হচ্ছে না। এ বিষয়ে বাগান মালিকদের বারবার জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি কেউ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।

মালিকপক্ষ বলছেন, মজুরি বাড়ানোর বিষয়ে আলাপ আলোচনা চলছে। এর আগে গত মঙ্গলবার থেকে দাবি আদায়ে সারাদেশে চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করে আসছিলো শ্রমিকরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img