শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

১৫ই আগস্টের কুশীলবদের ধরতে এবছরেই কমিশন : আইনমন্ত্রী

১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের রুপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর একটি হোটেলে শ্রম আদালত নিয়ে কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিদেশে পলাতক খুনিদের দেশে ফেরাতে সরকারের সকল চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

অন্য সব আদালতের মতই শ্রম আদালতেও রয়েছে মামলা জট। এই জট কমানোর পাশাপাশি শ্রম আদালতকে সময়োপযোগী করার জন্য শনিবার রাজধানীর একটি হোটেলে কর্মশালার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেসব ষড়যন্ত্রকারী জড়িত তাদের চিহ্নিত করতেই মূলত এই কমিশন গঠন করা হবে। কাউকে দোষারোপ অথবা বিচার করার জন্য এই কমিশন গঠন নয়, শুধুমাত্র জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img