শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন সামরিক জোটের ঘাঁটি ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে একাধিক সশস্ত্র ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

বিমানবন্দরের পরিচালক আহমাদ হোচেয়ার বলেন, হামলায় বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি।

জানা যায়, হামলার পর নিরাপত্তা সদস্যরা বিমানবন্দর এলাকা বন্ধ করে দিয়েছে। গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন বাহিনী বা মার্কিন সদস্যদের অবস্থান লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার না করলেও ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকেই এসব হামলার জন্য দায়ী করে আসছে আমেরিকা। ইরাকে বর্তমানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img