শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

রাজধানীতে বাসে বাড়তি ভাড়া অব্যহত

সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও গণপরিবহনে বেশি ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। রাজধানীতে চলাচলকারী বেশির ভাগ বাসে টাঙানো হয়নি নতুন ভাড়ার তালিকা। এই বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের চলে তর্কবিতর্ক। যাত্রীদের অভিযোগ, মহনগরে প্রতি কিলোমিটার ৩৫ পয়সা ভাড়া বাড়ানো হলেও, বাসের শ্রমিকরা কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে।

বাস ভাড়া বাড়ানোর চারদিন পার হলেও রাজধানীতে বেশির ভাগ বাসে, নতুন ভাড়ার তালিকা টাঙানো হয়নি। পরিবহনের কর্মীরা ইচ্ছেমতো দূরত্ব ধরে ভাড়া আদায় করছে বলে যাত্রীদের অভিযোগ।

মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।

এদিকে, সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা। কিন্তু এর চেয়ে অনেক বেশি ভাড়া নিচ্ছে পরিবহন শ্রমিকরা।

আগের ভাড়া অনুযায়ী আন্দাজের ওপর দূরত্ব ধরে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেয়া হচ্ছে বলে স্বীকার করেন বাস চালকরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img