শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

পার্লামেন্টে নিজের ওপর গুলি চালিয়ে মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

পার্লামেন্টের ভেতর নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়ায়া (৫০)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিলংওয়েতে এ ঘটনা ঘটে।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানায়, বছর দুই আগে কার্যালয় ত্যাগ করার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনা করতে ক্লিমেন্ট চিওয়ায়া গত বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে যান। সেখানেই নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনার সাথে চাকরির সুবিধা সংক্রান্ত শর্তাদি বাস্তবায়নের হতাশা জড়িত।

ক্লিমেন্ট চিওয়ায়াকে তার পাঁচ বছরের মেয়াদকাল শেষে ২০১৯ সালে সরকার একটি গাড়ি কিনে দেয়। মাস ছয়েক আগে এক দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে চিওয়ায়া চেয়েছিলেন, সরকার এর ক্ষতিপূরণ দিক।

পার্লামেন্টের বিবৃতিতে জানানো হয়, গাড়িটির বিমার মেয়াদ দুর্ঘটনার সময়েই শেষ হয়ে গিয়েছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img