শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিয়ের দাওয়াত খেয়ে বর-কনেসহ শতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে

মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে বর-কনেসহ শতাধিক মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

জোয়ারা মাসুমা কনভেনশন সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর-কনেসহ শতাধিক ব্যক্তি।

রবিবার (৩১ জুলাই) ভোর থেকে তাদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স,বিজিসি ট্রাস্ট্র হাসপাতাল,পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে।

জানা যায়, গত ২৯ জুলাই দুপুরে উপজেলার “জোয়ারা মাসুমা কনভেনশন” সেন্টারে কাঞ্চননগর পশ্চিম এলাহাবাদের মাজুল গনির ছেলে সালমান মাসুদের সাথে পার্শ্ববর্তী গ্রামের আবুল কালামের মেয়ে নিহা’র বিবাহোত্তর অনুষ্ঠানে খাওয়া-দাওয়া চলছিল।

বিয়েতে উভয়পক্ষের আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। রবিবার মধ্যরাত থেকে হঠাৎ করে বিয়েতে অংশগ্রহনকারী ব্যক্তিরা অসুস্থ হতে শুরু করে। এতে বর সালমান মাসুদ তার চাচা মো. জাফর (৫৫), চাচাতো ভাই আতিকুর রহমান (৮)সহ পরিবারের ৮ জন সদস্য অসুস্থ হয়। একইভাবে কনে নিহা ও তার পরিবারের ৫ জনের অধিক অসুস্থ হওয়ার পাশাপাশি বাবুর্চি নিজেও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।

চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেছেন, ভোর রাত থেকে বিয়েতে অংশগ্রহণকারী প্রায় ৫০ জন পুরুষ-মহিলা বিজিসি ট্রাস্ট হাসপাতালে ডায়রিয়া রোগে ভর্তি হয়।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে।

মাসুমা কমিউনিটি সেন্টারের স্বত্তাধিকারী সেলিম উদ্দীন বলেছেন, তারা শুধু হল ও ফার্নিচার ভাড়া দিয়েছে। মেয়ের চাচা মো. হাশেম ক্লাব বুকিং দিয়েছেন, তারা বাবুর্চি ও খাবারের আয়োজন করেন। সুতরাং এসবে কমিউনিটি সেন্টারের মালিকের কোন হাত নেই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img