শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দেওয়ার আহ্বান মেয়র তাপসের

নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারগুলোর পাশাপাশি অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (৬ আগস্ট) এক ভিডিওবার্তায় ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেওয়ার এই আহ্বান জানান তিনি।

তাপস বলেন, ঢাকার যে কোনো এলাকায় বসবাসরত যেকোনো ব্যক্তি অনলাইনে তথ্য দিতে পারেন। এডিস লার্ভার উৎস খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর তথ্যের ভিত্তিতে কাউন্সিলরদের নেতৃত্বে মশক কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। এডিস লার্ভার উৎস নিধনে চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

ডিএসসিসি সূত্র জানায়, অনলাইনে এই ফরমে দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো বাসিন্দা এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img