শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক

বাংলাদেশের সাথে তুরস্ক ব্যবসা দ্বিগুণ করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান।

তিনি বলেন, এ বছরের মধ্যে বাণিজ্যের পরিমাণ হতে পারে ২০০ কোটি ডলার। তবে এ জন্য বিদেশি বিনিয়োগ আরও সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছে তুরস্ক।

ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মোস্তাফা ওসমান তুরান কাজ শুরু করেন ২০২০ এর জানুয়ারিতে। তখন দু’দেশের ব্যবসা বাণিজ্য ছিল মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের। এখন তা বিলিয়ন ছাড়িয়েছে, পরিমাণ ১ দশমিক দুই বিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তুরস্ক।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছেই। এরই মধ্যে এটি এক বিলিয়ন পার হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়বে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, অবকাঠামো, জ্বালানি বিশেষ করে এলপিজি, জাহাজ নির্মাণ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী তাদের বিনিয়োগকারীরা। সেজন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চায় আঙ্কারা।

মোস্তাফা ওসমান তুরান বলেন, স্থানীয় উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের সুযোগ কম। বিনিয়োগ পদ্ধতি আরও সহজ করা দরকার। স্থানীয়দের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার ব্যবধান অনেক। এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক দৌড়াদৌড়ি করতে হয়। এসব প্রক্রিয়া আরেকটু সহজ করা জরুরি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img