শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ফিলিস্তিনি ভূখণ্ডে আরো ৪টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব। এছাড়া, পবিত্র জেরুসালেম আল কুদস শহরের উত্তরে আরো নয় হাজার ইউনিট বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এবং ফিলিস্তিনের গণমাধ্যম এ খবর দিয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) ইসরাইলের পরিবহনমন্ত্রী মিরি রেজেভ পশ্চিম তীরে নতুন চারটি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দেন।

ইসরাইলের চ্যানেল ইলেভেনের বরাত দিয়ে ফিলিস্তিনের মা’আন সংবাদ সংস্থা জানিয়েছে, জেরুসালেম বা আল কুদস শহরের পৌরসভা সেখানে ইহুদিদের জন্য নয় হাজার বসতি নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র অনুযায়ী, জেরুসালেম বা আল কুদস শহরের পরিত্যক্ত বিমানবন্দরের কাছে কয়েক হাজার ইউনিট বসতি নির্মাণ করা হবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ওই এলাকা দখল করে নেয় ইহুদিবাদী ইসরাইল।

কয়েক বছর আগে জেরুসালেম শহরের এ নির্মাণ প্রকল্প নিয়ে পরিকল্পনা করা হয় কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক চাপের কারণে কয়েক বার তা স্থগিত করতে বাধ্য হয় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img