শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মহানবী (সা.) -কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানালেন আল্লামা ইয়াহইয়া

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির গণমাধ্যম প্রধান নবিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) -কে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া।

বৃহস্পতিবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

ইল্লামা ইয়াহইয়া বলেন, স্বাধীন মতপ্রকাশ একটি সার্বজনীন মানবাধিকার। কিন্তু এই স্বাধীনতার অপব্যবহার করে অন্যের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করার কাজে নিজের মত ব্যবহার করলে সেটা মারাত্মক অপরাধ সাব্যস্ত হয়। বিজেপি নেতা নূপুর শর্মা এবং নাভিল জিন্দাল যেটা করেছেন সেটা শুধু চরম অসভ্যতাই নয়, বরং এতে কোটি কোটি মুসলমানের হৃদয়ে মারাত্মক আঘাত করা হয়েছে। এতে করে তারা ভারতীয় উপমহাদেশসহ বিশ্বব্যাপী জঘন্য সাম্প্রদায়িক ঘৃণা ও জাতিগত সংঘাত ছড়িয়ে দেওয়ার গুরুতর অপকর্ম করেছে। আমাদের বিশ্বাস শুধু মুসলমানরাই নন, বরং শান্তিকামী কোন বিবেকবান মানুষই এই অপকর্মকে সমর্থন করছে না।

তিনি বলেন, বিজেপি প্রতিষ্ঠালগ্ন থেকেই চরম মুসলিমবিদ্বেষী অবস্থান নিয়ে আসছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে বিজেপি ‘সচেতনভাবে’ ধর্মীয় বিভেদ এবং মুসলিম ও ইসলামবিদ্বেষী বিভিন্ন ন্যারেটিভ চালু করে সেগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। কেন্দ্র এবং রাজ্য পর্যায়ে বিজেপি এবং দলের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কট্টর হিন্দু গোষ্ঠীর নেতা-কর্মীরা ক্রমাগতভাবে মুসলমান এবং তাদের ধর্মবিশ্বাস, জীবন-জীবিকা ও নাগরিকত্বকে টার্গেট করে বক্তব্য-বিবৃতি দিয়ে চলেছে, যার জেরে গত আট বছরে বহু সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটেছে। এই দলটির নেতৃত্বে ঐতিহাসিক বাবরী মসজিদ ভাঙার পর এবার আরেক ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদ ভাঙ্গা নিয়ে আগ্রাসী তৎপরতা চলছে। ভারতের ইতিহাস থেকে মুসলমানদের নাম-নিশানা মুছে দিতে তারা একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের ক্ষমতাসীন উগ্রবাদী দল বিজেপিসহ দেশটির মুসলিমবিদ্বেষী চরমপন্থী সংগঠনসমূহের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে এবার বিশ্বের শান্তিকামী মানুষ সোচ্চার হতে শুরু করেছেন। আরববিশ্বে ভারতীয় পণ্যবর্জন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক দেশ সরকারীভাবে ভারতের কড়া সমালোচনা ও নিন্দা করেছে।

আল্লামা ইয়াহইয়া আরও বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশ। আমাদের দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। মাননীয় প্রধানমন্ত্রীও একজন ধর্মভীরু মুসলমান। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিরাও প্রায় সময় ইসলামের প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও ভালবাসার কথা তুলে ধরেন। অথচ ভারতে মহানবী (সা.) -কে এতো গুরুতর অবমাননার ঘটনায় বাংলাদেশ সরকারের সম্পূর্ণ নীরবতায় দেশবাসী হতাশ। আমরা বাংলাদেশ সরকারের প্রতি দেশের বিপুল জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস ও আবেগকে গুরুত্ব দিয়ে ভারতীয় সরকারের কাছে কূটনৈতিকভাবে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানোর জোর আহ্বান জানাচ্ছি।

এছাড়া আগামীকাল দেশব্যাপী মসজিদসমূহে জুম’আর খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর শান ও মর্যাদার ওপর বয়ানের জন্য খতীব সাহেবদেরকে অনুরোধ করেছেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img