শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

করোনা থেকে বাঁচতে শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে দুআর করার আহ্বান হেফাজতের

মহামারি করোনাসহ সব ধরনের বালা-মুসিবত থেকে বাঁচতে আগামীকাল শুক্রবার (২৮ জানুয়ারি) সারাদেশের মসজিদগুলোতে দুআর আয়োজন করতে ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গোটা দেশের মানুষ চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় নিমজ্জিত। দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে উপনীত। তাই সারাদেশের সকল মসজিদে করোনা ও ওমিক্রন ভাইরাসের মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে আল্লাহর করুণা কামনা করে বেশি বেশি দুআ, ইস্তিগফার ও তওবাহ করা জরুরি। সে জন্য দেশের সকল মসজিদের ইমাম, খতীব ও ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আগামীকাল জুম্মার নামাজের পর বিশেষভাবে দুআ করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে খতীবদের প্রতি আহবান জানিয়ে বলা হয়, মসজিদে মসজিদে খুৎবায় খতীবগন করোনা-ওমিক্রন, ডেঙ্গু, ভুমিকম্প, ঘূর্ণিঝড়সহ সব ধরণের বালা-মুসিবত থেকে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর রক্ষায় মানুষের করণীয় সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসের দিক নির্দেশনা তুলে ধরবেন। দেশ ও জাতির সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আলোকপাত করবেন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়, হালাল রিজিকের পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার ওপর মুসল্লিদেরকে সচেতন করবেন। আল্লাহ আমাদেরকে সকল মহামারি ও বালা-মুসিবত থেকে হেফাজত করুন, আমীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img