শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

শান্তি পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া ও ইউক্রেনের নেতাদের আতিথেয়তা দিতে প্রস্তুত তুরস্ক: এরদোগান

উত্তেজনা নিরসন ও সীমান্তে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় রাশিয়া ও ইউক্রেনের নেতাদের আতিথেয়তা দিতে তুরস্ক প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বুধবার (২৬ জানুয়ারি) তুর্কী গণমাধ্যমে সম্প্রচারিত এক সাক্ষাতকারে তিনি একথা জানান।

রাশিয়া ও ইউক্রেন উত্তেজনা নিরসনে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত উল্লেখ করে এরদোগান বলেন, তুরস্ক চায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার উত্তেজনা নতুন কোনো সমস্যায় রূপ নেওয়ার পূর্বেই সমাধান হোক।

তুরস্ক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। আমি আশাকরি, রাশিয়া সশস্ত্র আক্রমণ কিংবা ইউক্রেন দখলের পথে হাটবে না। কারণ রাশিয়া ও উক্ত অঞ্চলের জন্য এধরণের পদক্ষেপ যুক্তিসঙ্গত নয়।

শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আলোচনার জন্য তুর্কী প্রেসিডেন্ট এসময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্কে আমন্ত্রণ জানিয়েছেন বলে উল্লেখ করেন। তবে আলোচনার দিন এখনো ধার্য্য করা হয়নি বলেও জানান তিনি।

পরিশেষে অখণ্ড ইউক্রেনের পক্ষে তুরস্কের সুস্পষ্ট মনোভাব পুনর্ব্যক্ত করেন এই প্রভাবশালী জনপ্রিয় মুসলিম নেতা।

উল্লেখ্য, রাশিয়া তাদের প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনের পূর্ব সীমান্তে সম্প্রতি ১ লক্ষ সেনা মোতায়েন করলে নতুন করে উত্তেজনার সূত্রপাত ঘটে।

হঠাৎ সীমান্ত এলাকায় লক্ষাধিক রুশ সেনার সমাগম ইউক্রেনে নতুন সামরিক অভিযান পরিচালনার কৌশল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কিয়েভ।

অপরদিকে মস্কো কিয়েভের হামলার আশঙ্কা উড়িয়ে দিয়ে বিবৃতিতে উল্লেখ করে, তারা কোনো ধরণের আক্রমণের পরিকল্পনা করছে না। বরং সামরিক অনুশীলনের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছে তাদের সেনারা।

তাছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশ দুটির মাঝে উদ্ভুত উত্তেজনা নিরসনে বিভিন্ন দাবী সম্বলিত একটি নিরাপত্তা তালিকা প্রকাশ করেছে মস্কো; যেখানে ইউক্রেন ন্যাটোতে যোগ না দেওয়ার বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করা হয়।

সূত্র: আনাদোলু।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img