শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভয়াবহতার দিকে সিলেটে বন্যা পরিস্থিতি

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। নগরীর বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে রয়েছে বন্যাকবলিত মানুষেরা। বাড়িতে খাবার কিংবা বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী—গতকাল সারা দিন সিলেটে মাত্র ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও সুরমা, কুশিয়ারা, সারি, লোভা ও ধলাই নদীতে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ‍সূত্রে জানা যায়, সিলেট জেলা প্রশাসন জানিয়েছে—আগামী ২৩ মে পর্যন্ত বৃষ্টিপাত হবে, যার কারণে বাড়বে পানি, ভয়াবহ হয়ে উঠবে বন্যা পরিস্থিতি।

এ ছাড়া জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ২৩ মে পর্যন্ত বৃষ্টিপাত হবে, যার কারণে সিলেটের বন্যা পরিস্থতি আরও খারাপের দিকে যাবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img