শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নিখোজের ৯ দিনেও খোঁজ মিলেনি তরুণ আলেম মাওলানা আরমানের

ইনসাফ | এস এম সাইফুল ইসলাম


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিউনের তরুন আলেম হাফেজ মাওলানা আরমান হোসেন নিখোজের ৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি তার। এতে তার পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে।

পরিবারের সদস্য মাওলানা মুহাম্মাদ আলী ইনসাফকে জানান, আমার ভাই নিখোঁজ হাফেজ মাওলানা আরমান দীর্ঘদিন যাবৎ ঢাকার আগারগাঁও একটি মাদরাসার হেফজ বিভাগের দায়িত্বে ছিলেন।

তিনি বলেন, মাওলানা আরমান গত ৮ মে, রবিবার রাত ১০টায় শান্তি পরিবহনে মাটিরাঙ্গা থেকে ঢাকা নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন। পরবর্তীতে ঢাকা পৌঁছানোর পর আামার সাথে ফোনে কথা হয়। সে একটি ঝামেলায় আছে বলে ফোন কেটে দেয়। তারপর থেকে এ পর্যন্ত ৯ দিন পেরিয়ে গেলেও কোন খোঁজ পাইনি আমরা।

এ ঘটনায় নারায়নগঞ্জ বন্দর থানায় একটি জিডি করা হয়। জিডি নং: ৬৬৪। নিখোঁজ ডায়রিতে ব্যক্তির বর্ণনা দেওয়া হয়, মাওলানা আরমানের উচ্চতা ৫.৫”। গোলাকার চেহারা, চাপদাড়ি ও গায়ের রঙ্গ ফর্সা। হারিয়ে যাওয়ার সময় পরনে পাঞ্জাবি, পায়জামা ও টুপি ছিল।

নিখোঁজের চাচা জিডিতে উল্লেখ করে লিখেন, মাওলানা আরমান (২৩), পিতা-মো: জসিম উদ্দিন, মাতাা- মোছা: আয়সা খাতুন, জাতীয় পরিচয়পত্র নাম্বার: ৮৭০৩১৮৪২১১, ৯ তারিখ রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বন্দর থানার মদনপুর হতে কাঁচপুর ব্রিজ সংলগ্ন-এর মধ্যবর্তী স্থান হতে নিখোঁজ হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img