শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন মাঝারি মাত্রার উপসর্গসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার (১৪ মে) তার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনায় আক্রান্ত জেসিন্ডা আগামী সোমবার পার্লামেন্টে তাঁর সরকারের কার্বন নির্গমন হ্রাস পরিকল্পনা এবং আগামী বৃহস্পতিবারের বাজেট অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না। তবে, ‘যুক্তরাষ্ট্রে তাঁর বাণিজ্যবিষয়ক সফরসূচি পরিবর্তন হবে না’ বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে জেসিন্ডা আরডার্নের শরীরে করোনার লক্ষণ দেখা যায়। এরপর রাতে তিনি কোভিডে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। আজ শনিবার সকালে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর কোভিড সংক্রমণ ধরা পড়ে। গত রোববার জেসিন্ডার সঙ্গী ক্লার্ক গেফোর্ডের করোনা ধরা পড়ার পর থেকেই তিনি সঙ্গনিরোধে ছিলেন বলে বিবৃতিতে বলা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img