শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে গণকমিশন: ড. আ ফ ম খালিদ

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রাম জামিয়া আরাবিয়া জিরি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস বিশিষ্ট শিক্ষাবিদ ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,গণ কমিশনের আইনগত কর্তৃত্ব নেই; দেশকে অস্থিতিশীল করে গোলা পানিতে মাছ শিকার করার
অশুভ পায়তারা শুরু করেছে। জগণকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার ( ১৩ মে) চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে মুজাহিদ কমিটি আয়োজিত ২ দিন ব্যাপী ইসলামি সম্মেলনে সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.খালিদ হোসেন আরো বলেন,সব ঘরানার আলিম, ওলামা ও পীর মাশায়েখদের ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রের মুকাবিলা করতে হবে। ইত্তেফাক মাআল ইখতিলাফ এই নীতিমালাকে সামনে রাখতে হবে। নিয়মতান্ত্রিক ও আইনের পথে আমরা লড়াই করবো। পাতানো ফাঁদে আমরা যেন পা না দিই।

তিনি বলেন,যারা গণ কমিশন পরিচালনা করেছেন তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিকতা ও স্যাডিজমের অভিযোগ রয়েছে। আমরা এগুলোর তদন্ত চাই।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img