শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

রাশিয়ার কাছে বাখমুত হস্তান্তরের তারিখ ঘোষণা করল ওয়াগনার বাহিনী

ইউক্রেনের কাছ থেকে দখল করা বাখমুত শহর রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সম্পন্ন হবে আগামী ১ জুন। এ কথা জানিয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন।

টেলিগ্রামে একটি অডিও রেকর্ডিংয়ে তিনি বলেছেন, ওয়াগনার বাহিনী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আর্টেমোভস্ক (বাখমুতের রাশিয়ান নাম) ত্যাগ করবে।

বাখমুত হস্তান্তরের আগে শহরের পশ্চিমে প্রতিরক্ষা লাইন স্থাপনের কথাও জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি করেছেন, এখনো বাখমুতের কিছু অংশ নিয়ন্ত্রণ করছেন ইউক্রেনীয় সেনারা।

রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শহরটি দখল করার জন্য ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন পুতিন। বাখমুতের দখল রাশিয়াকে দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে সহায়তা করবে।

এ মাসের শুরুর দিকে আমেরিকা বলেছিল, তাদের ধারণা অনুযায়ী বাখমুতের যুদ্ধে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত এবং আরও ৮০ হাজার আহত হয়েছেন। তবে এ পরিসংখ্যান যাচাই করা যায়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img