শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জনগণের আস্থা অর্জন ছাড়া নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মাওলানা ইউনুছ আহমদ

জনগণের আস্থা অর্জন ছাড়া নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, দেশ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। সরকার জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে একটি গ্রহণযোগ্য নির্বাচনই সমাধান। নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন, নির্বাচনী পরিবেশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা অর্জন ছাড়া নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তা দেশের জনগণ গত ১১টি নির্বাচনে প্রত্যক্ষ করেছে। বর্তমান কমিশনও যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর ভূমিকা রাখতে পারবে না, তার কিছু লক্ষণ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে ফুটে উঠেছে।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে অনেকবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে লিখিতভাবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু কোন একটিও আমলে নেয়নি কমিশন।

বিবৃতিতে আরো জানানো হয়, ভারতের পানি আগ্রাসনসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১ জুলাইয়ের গণমিছিল ২ জুলাই অনুষ্ঠিত হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img