শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাস চাপায় নাদিয়া নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাস চাপায় নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার নিহতের ঘটনায় রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

আন্দোলনরত নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলেন, আমাদের বোন মারা গেছে, একজন শিক্ষার্থী মারা গেছে কিন্তু এ বিষয়ে কারও কোনো দায়িত্ব নেই? আমাদের ৪ দফা দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়ব না। দাবিগুলো হলো-

• ভিক্টর ক্লাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে।
• নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
• চালক ও হেলপারের গ্রেপ্তারের বিষয়ে পর্যাপ্ত প্রমাণ দিতে হবে।
• কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img