শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিপি নুরের সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর; যা বলছে গণঅধিকার পরিষদ

বিদেশে সফররত গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এক গোয়েন্দা সদস্য মেন্দি এন সাফাদির ছবি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। কয়েকটি কয়েকটি গণমাধ্যম দাবি করেছে নুরের সাথে ইসরায়েলী গোয়েন্দা সংস্থার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে- ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে হাস্যোজ্জ্বল ভিপি নুর।

তবে ছবিটিকে ‘সুপার এডিটেড’ ও বৈঠকের খবরকে বিরোধীদের গুজব বলে দাবি করছে গণঅধিকার পরিষদ।

সংগঠনটির নেতারা বলছেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভিপি নুরের ছবির সঙ্গে সুপার এডিট করে গুজব ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান গণমাধ্যমকে বলেন, এটা আমরাও দেখেছি। এটা সম্পূর্ণরূপে একটা ভুয়া ছবি ছড়ানো হয়েছে সুপার এডিট করে। ভিপি নুরুল হক নুরের এই ধরনের কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি, দেখাও হয়নি। এর আগেও কোটা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় যারা আমাদের নিয়ে গুজব ছড়িয়েছে, এটা তাদেরই কাজ।

এর আগে ২০১৬ সালে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের অভিযোগ উঠে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে। কথিত সেই বৈঠকের ছবি প্রকাশ হলে আলোচনা-সমালোচনা শুরু হয়। একপর্যায়ে আসলাম চৌধুরীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img