শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা লজ্জাজনক: শাহবাজ

পাকিস্তানে নজিরবিহীন অর্থনৈতিক সংকট। পরিস্থিতি এতোটাই নাজুক যে, দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে এবং খেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে পাকিস্তানকে বিদেশি সহায়তার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষা করা পাকিস্তানের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের এক হাতে পারমাণবিক বোমা এবং অন্য হাতে ভিক্ষার বাটি থাকাটা লজ্জার বিষয় বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ। গত শনিবার তিনি এই মন্তব্য করেন।

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, গত শনিবার পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) প্রবেশনারি অফিসারদের পাসিং-আউট অনুষ্ঠানে বক্তৃতা করেন শাহবাজ শরিফ। সেখানে তিনি বলেন, (বিদেশিদের কাছে) আরও ঋণ চাওয়ার বিষয়টি সত্যিই তাকে বিব্রত করেছে।

শাহবাজ আরও বলেন, পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিদেশি ঋণ খোঁজা সঠিক কোনও সমাধান নয় কারণ ঋণ ফিরিয়ে দিতে হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর নিন্দা জানিয়ে তিনি বলেন, অতীতে ‘বিশৃঙ্খলা এবং বিক্ষোভে সময় নষ্ট করা হয়েছে’।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img