শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তুরস্কের ক্ষেপণাস্ত্রের পরিসর বাড়ানোর ঘোষণা এরদোগানের

বিশ্বব্যাপী চলমান সঙ্কটকে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন “তুরস্ক শুধুমাত্র প্রতিকূল অবস্থাতে টিকে নেই, বরং দ্রুত উন্নতি সাধন করে চলেছে। কারণ তুরস্ক অভ্যন্তরীণ ক্ষেপণাস্ত্রের পরিসীমা ৫৬৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১,০০০ কিলোমিটারে আনতে সক্ষম হয়েছে।”

শনিবার (১৪ জানুয়ারি) তুরস্কের মুগলা প্রদেশে সফরের সময় তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটির অস্ত্রাগারের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পের উৎপাদন বেড়েছে। এছাড়াও তুরস্ক এখন নিজস্ব মনুষ্যবিহীন যুদ্ধ ড্রোন তৈরি করে।

তিনি আরো বলেন, দেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অব্যাহত রয়েছে। চলমান এই পরীক্ষা গ্রীসকে ভীত করে তুলেছে।

এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হয়ে উঠছে, এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে “চূর্ণ” করা হচ্ছে।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img