শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

তুরস্কে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

তুরস্কে আঘাত হেনেছে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেশী দেশগুলোতেও এ কম্পন অনুভূত হয়।

দেশটির ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে এই ভূমিকম্পের তীব্রতা ছিলো সবচেয়ে বেশি। এতে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া ভূমিকম্পের প্রভাব পড়েছে বুলগেরিয়া, সাইপ্রাস, মিশর, লিবিয়া, যুক্তরাজ্য এবং উত্তর মেসিডোনিয়াতেও।

তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৬।

যদিও মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, তুরস্কের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img