শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় অবহেলাজনিত অগ্নিকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

এত বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই আইসোলেশন ইউনিটে আগুনের ঘটনা ঘটে।

আগুনে মারা যাওয়া একজনের স্বজন বাদী হয়ে বুধবার রাতে গুলশার থানায় এ মামলাটি করেন। মামলা নম্বর ৩।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। তবে হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, কর্তব্যরত ডাক্তার ও নার্সদের আসামি করা হয়েছে।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন লাগে, যা মূল ভবনের বাইরে স্থাপিত। এ ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা যথাযথ ছিল না। বেশিরভাগ অগ্নিনির্বাপক যন্ত্রই ছিল মেয়াদ উত্তীর্ণ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img