শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বুধবার থেকে খুলে দেয়া হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার সব মসজিদ

ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ


করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পরে আগামী বুধবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার সব মসজিদ খুলে দেয়া হচ্ছে।

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার (১ জুন) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সি’র।

মন্ত্রণালয়ের সহকারি সচিব আবদেল-হাদী আল-আগা গাজা সিটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, “সমস্ত মসজিদই নামাজের জন্য পূণরায় খোলে দেয়া হবে। তবে মসজিদে নামাজ ছাড়া অন্য কোন ধর্মীয় কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না।”

এসময় তিনি করোনাভাইরাস বিস্তার রোধে সহায়তা করার জন্য মুসুল্লিদের প্রতি আহ্বান জানান। সাথে সাথে মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্বের নিয়মগুলি বজায় রাখাসহ মসজিদে সকল প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক নামাজ আদায় করার অনুরোধ জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গত মার্চ মাসের শেষদিকে গাজা উপত্যকার সমস্ত মসজিদ বন্ধ করে দিয়েছিলো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img