শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নির্বাচন কমিশনকে এখনই পদত্যাগ করা উচিত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচন কমিশনকে এখনই পদত্যাগ করা উচিত। পদত্যাগ না করে স্বপদে বহাল থাকায় প্রমাণ করে তাদের আত্মসম্মান বোধ বলতে কিছু নেই। দেশের বিশিষ্ট নাগরিকগণও নির্বাচন কমিশনকে দুর্নীতি গ্রস্ত মনে করছে তাই তাদের আর থাকা উচিত না।

সোমবার ( ২৮ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সারা দেশে ২৪টি পৌরসভায় নির্বাচন হয়েছে। কিন্তু তেমন কোথাও সুষ্ঠু নির্বাচনের খবর পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী নয়। ইভিএম এ ভোট নেওয়ার মধ্যে সরকারের একটা উদ্দেশ্য কাজ করছে। অন্যান্য দেশে ইভিএম এ ভোট প্রদান করলে একটা রিসিভ প্রদান করে আমি সঠিক জায়গায় ভোট প্রদান করলাম কি না! কিন্তু আমাদের দেশের চিত্র ঠিক উল্টো। সেক্ষেত্রে ইভিএম এ ভোট জালিয়াতি যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img