শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

মাদরাসা বন্ধ হলে ক্ষমতায় এলে সব খুলে দেওয়া হবে: মাওলানা বদরউদ্দিন আজমল

ভারতের আসামে সরকারি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত করেছে হিন্দুত্ববাদী বিজেপির রাজ্য সরকার।

গত বুধবার( ৭ অক্টোবর) রাজ্যের মধ্য শিক্ষা বিভাগের উপসচিব এস এন দাস মধ্য শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, রাজ্যের সরকারি মাদরাসাগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ১৪৮ জন চুক্তিভিত্তিক মাদরাসা শিক্ষককে মধ্য শিক্ষার অধীনস্থ সাধারণ স্কুলগুলোতে বদলি করা হবে।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) গুয়াহাটিতে আসামের শিক্ষামন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপি নেতা ড. হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, রাজ্যের সরকারি মাদরাসাগুলো বন্ধ হবেই। ধর্মগ্রন্থের পাঠ নেওয়া হবে সরকারের টাকায়, এই পরম্পরা আমরা বন্ধ করবই।

এ প্রসঙ্গে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল বৃহস্পতিবার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সরকার এখন যে সিদ্ধান্তই নিক, ক্ষমতায় এলে তারা সব সরকারি মাদরাসা খুলে দেবেন। মাদরাসা শিক্ষাব্যবস্থা শতাব্দী প্রাচীন বলে মন্তব্য করে তারা সরকারি সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলেও জানিয়েছেন। এতেও কাজ না হলে ক্ষমতায় এলেই ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করে সব সরকারি মাদরাসা খুলে দেওয়া হবে বলে মাওলানা বদরউদ্দিন আজমল মন্তব্য করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img