শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আগামী বছরের মধ্যেই রিজার্ভ হবে ইন-শা আল্লাহ ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার।

বুধবার (৪ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা (ভার্চুয়াল) শেষে তিনি এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এখন নভেম্বর মাস। এরপর ডিসেম্বর এবং পরবর্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৪ মাসের মধ্যে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইন-শা আল্লাহ ৫০ বিলিয়ন ডলার।

তিনি বলেন, গত ২৮ আগস্ট বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা অতীতের যেকোনও সময়ের চেয়ে বেশি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, রিজার্ভের এই অর্থ দেশের অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে কিনা বা বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হবে কিনা তা পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে বাণিজ্যিকভাবে লাভবান হবো, এমন কাজেই এই অর্থ লাগানো হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img